ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে হিট ওয়েভ
ছবি: এলএবাংলাটাইমস
কয়েকদিনের শীতল আবহাওয়ার পর আবার সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে হিট ওয়েভ। উইকেন্ডে বেশ গরম পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্র এবং শনি এই দুইদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। অ্যান্টিলোপ ভ্যালিতে ১০৭ ডিগ্রী তাপমাত্রা বিরাজ করবে।
উপক্যতা, পাহাড় ও মরুভূমি এলাকায় রবিবার পর্যন্ত এই তাপমাত্রা বিরাজ করতে পারে। আবহাওয়াবিদরা জানান, লস এঞ্জেলেস কাউন্টি এবং প্যাসো রবলেস অঞ্চলের কিছু স্থানে তাপমাত্রা ৯৫ থেকে ১০৫ ডিগ্রী পর্যন্ত উঠতে পারে।
হিট ওয়েভজনিত দুর্ঘটনা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা বেশকিছু সতর্কতা অবলম্বন করতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন। যেমন-
হালকা কাপড় ও রং এর বস্ত্র পরিধান করা।
প্রচুর পানি পান করা।
গাড়িতে কোনো শিশু বা পোষ্য রেখে বাইরে না যাওয়া।
ভারি কাজ বা স্ট্রেসফুল কাজ থেকে বিরত থাকা।
অসুস্থ ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়া।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন