বছরে ছয়টি গুরুতর আবহাওয়াজনিত দুর্যোগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা গভর্নর নিউসমের
শনিবার লস এঞ্জেলেসে ৩৬তম ফোবানা সম্মেলন শিকাগোর মিট এন্ড গ্রিট
৩৬তম ফোবানা সম্মেলন শিকাগোর লস এঞ্জেলেসে মিট এন্ড গ্রিট অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৩ জুলাই)। ঐদিন সন্ধ্যায় লস এঞ্জেলেস সিটিতে (Venue: 4810 Sunset Blvd, Los Angeles, CA 90027) এই আয়োজন অনুষ্ঠিত হবে।
এবারের ফোবানা সম্মেলনের হোস্ট সংগঠন হচ্ছে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড’। এই সম্মেলন বাস্তবায়নের জন্য প্রবাসীদের নিয়ে লস এঞ্জেলেসে এই মিট এন্ড গ্রিট আয়োজন করা হয়েছে। এতে লস এঞ্জেলেস প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।
-প্রেস বিজ্ঞপ্তি
News Desk
শেয়ার করুন