ক্যালিফোর্নিয়ায় দাবানল: নিয়ন্ত্রণে আসেনি একটুও
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় এই বছরের সবচেয়ে বড় দাবানলের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে কয়েক শত দমকলকর্মী।
রাজ্যের ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দাবানলটিকে বলা হচ্ছে দ্য ম্যাককিনে ফায়ার। শুক্রবার সিসকিইউ কাউন্টিতে এর সূত্রপাত হয়। ইতোমধ্যে এর আগুনে ২১ হাজার হেক্টর জমি পুড়ে বিনষ্ট হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এছাড়া প্যাসিফিক ক্রেস্ট হাইকিং ট্রেইলের কাছ থেকে ২ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
রবিবার পর্যন্ত দাবানলের আগুন একটুও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই অবস্থায় লাল পতাকা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, সিসকিইউ কাউন্টিতে শনিবার স্টেট অব ইমার্জেন্সি জারি করা হয়েছে। দাবানলে বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনা পুড়ে যাওয়ার পর সতর্কতা জারি করা হয়েছে।
গভর্নর জানান, আগুনটি বেশ মারাত্মক এবং শুকনা জ্বালানি ও খরার কারণের আগুন আরও বাড়ছে। সেই সাথে তাপমাত্রাও মারাত্মক বেড়ে গেছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে বজ্রসহ বিদ্যুৎ এর কারণে আগুন আরও বেড়ে যেতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন