পামডেলে ৩ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ৪
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের পামডেলে শনিবার বিকালে তিনটি গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের সুপারভাইজার পিটার্স এবং লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট অস্কার মার্টিনেজ জানান পামডেল বোলেভার্ড অ্যান্ড ৫৫ স্কয়ার ইস্টে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পিটার্স জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ও দুইজন মৃদু আহত হয়েছেন।
মার্টিনেজ জানান, ৩ জনকে অ্যাম্বুলেন্সে করে এবং ১ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/এএস
শেয়ার করুন