লস এঞ্জেলেসে বন্দুক হামলায় মৃত ১
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের বেভারলি গ্রোভ নেইবারহুডে শুক্রবার সন্ধ্যায় বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বেভারলি সেন্টারের কাছে বেভারলি অ্যান্ড লা সিনেগা বোলেভার্ডের কাছে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিতে মৃত ব্যক্তির বয়স ২০ বছর৷ সে গুলিবিদ্ধ হওয়ার পর তার বন্ধুরা তাকে গাড়িতে করে ওয়েস্ট হলিউড লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ অফিসেসে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তার মৃত্যু হয়।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ওয়েস্ট ব্যুরো হোমিসাইড ডিভিশন জানায়, তারা এই হত্যাকান্ডের অভিযোগে সাদা সেডানে করে পালিয়ে যাওয়া ৩জনকে খুঁজছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন