স্কুলে ঢুকে ছাত্রীকে যৌন হয়রানি, আটক ১
ছবি: এলএবাংলাটাইমস
রিভারসাইডের ম্যাকঅলিফ এলিমেন্টারি স্কুলের ভেতর ঢুকে ১০ বছর বয়েসী এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তি একজন চিহ্নিত যৌন অপরাধী।
শুক্রবার এই ঘটনার পর লোগান নিশওয়াঞ্জার (৩২) নামের এই অপরাধীকে আটক করে রবার্ট প্রিজলি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয়েছে। সে একজন চিহ্নিত অপরাধী বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার ১২টা ৩০ মিনিটে গোল্ডেন অ্যাভিনিউ-এর ৪১০০ ব্লকের কাছের স্কুল থেকে কল করে জানানো হয় যে, এক ব্যক্তি স্কুলের বেড়া ডিঙ্গিয়ে মেয়েদের রেস্টরুমে ঢুকেছে।
পুলিশ জানায়, একজন ক্যাম্পাস সুপারভাইজার প্রথমে ওই ব্যক্তিকে রেস্টরুম থেকে বের হয়ে আসতে এবং ভিতরে এক ছাত্রী কান্না করছে দেখতে পায়।
পরে তাকে অনুসরণ করলে সে আবার স্কুলের বেড়া ডিঙ্গিয়ে গাড়িতে করে পালিয়ে যায়৷ তবে ওই গাড়ির লাইসেন্স প্লেট এবং বৃত্তান্ত জানা গেছে।
পুলিশ পরে গাড়ির তথ্যের সাপেক্ষে অভিযান চালিয়ে লোগানকে আটক করে ও নিজেদের জিম্মায় নেয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন