ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মৃত ১, আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার সিটি অব সাইপ্রেসে অ্যামাজন ট্রাক এবং ক্যামারো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছেন। রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, হল্ডার স্ট্রিট অ্যান্ড কাটেলা অ্যাভিনিউতে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ক্যামারো গাড়িতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে।
ক্যামারো গাড়ির চালক ও অ্যামাজন গাড়ির চালককে উদ্ধার করে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখনও অজানা।
সংঘর্ষের কারণ নিয়ে এখনো তদন্ত চলমান আছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন