নিখোঁজ তরুণীর মৃতদেহ উদ্ধার ১৪ ফুট পানির গভীরে!
ছবি: এলএবাংলাটাইমস
দুই সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ক্যালিফোর্নিয়ার নিখোঁজ তরুণী কাইলি রডনির (১৬) মৃতদেহ শনাক্ত করা হয়েছে। রবিবার প্রোসার লেকে একদম স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল মৃতদেহটি খুঁজে পায়।
অ্যাডভেঞ্জারস উইথ পারপাস নামের ওই উদ্ধারকারী দলটি ফেসবুক পেইজে জানায়, রডনির গাড়িটি পানির ১৪ ফিট গভীরে উলটো অবস্থায় পাওয়া যায়। ভিতরে রডনির মৃতদেহ ছিল।
তবে এখন পর্যন্ত প্লেসার কাউন্টি শেরিফ অফিস এবং অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কেউ প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি।
রডনিকে সর্বশেষ আগস্টের ৬ তারিখ রাত সাড়ে ১২টার দিকে প্রোসার ফ্যামিলি ক্যাম্পগ্রাউন্ডের কাছে দেখা যায়। সে একটি বড় পার্টি থেকে ফিরছিল।
এর আগে আগস্টের ৭ তারিখ প্লেসার কাউন্টি শেরিফ এটিকে সম্ভাব্য অপহরণ হতে পারে বলে জানিয়েছেন। রডনির সাথে তার গাড়িটিও নিখোঁজ ছিল।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন