গাড়ি চাপা দিয়ে তরুণকে হত্যা, পলাতক ২
ছবি: এলএবাংলাটাইমস
সাউথ লস এঞ্জেলেসে একটি পার্টির বাইরে ইচ্ছাকৃত ভাবে গাড়ি চাপা দিয়ে ১৭ বছর বয়েসী ম্যাথিউ লবস হত্যার অভিযোগে দুইজনকে খুঁজছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাউথ এলএ ফ্লোরেন্স নেইবরহুডে ৬২স্ট্রিটের ৬০০ ব্লকে রবিবার ২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার আগে আন্ডারগ্রাউন্ড পার্টিতে একটা বিবাদ শুরু হয়ে যায়। এই সময় একটি সাদা অ্যাকিউরা গাড়ি লবসের উপরে উঠিয়ে দেয়। এর ঠিক পর আরেকটি গাড়ি দিয়ে লবসকে ধাক্কা দেওয়া হয়।
পুলিশ জানায়, প্রথম গাড়িটি চাপা দিয়ে পালিয়ে গেলেও দ্বিতীয় গাড়িটি আবারও অন্যান্যদের উপর গাড়িটি উঠিয়ে দিতে চেষ্টা করে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লবসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সে স্থানীয় সান্টি হাই স্কুলের সিনিয়র শিক্ষার্থী ছিলেন।
তবে হত্যাকাণ্ডের বিষয়টি গ্যাং সম্পর্কিত কী না, সেই তথ্য এখনও পাওয়া যায়নি। তবে লবসের পরিবার জানান সে কোনো গ্যাং এর সাথে সম্পৃক্ত ছিল না। তবে এই হত্যার পিছনে দায়ী দুই গাড়ির চালককে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এছাড়া ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন