বেভারলি হিলসে ভয়াবহ দুর্ঘটনা, আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহত এই দুইজন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
সোমবার রাত ৮টা ১৫ মিনিটে ডোহেনি ড্রাইভ অ্যান্ড ক্লিটফন ওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।
তদন্তকারী দল জানায়, ডোহেনি ড্রাইভে একটি সিলভার সাডেন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কালো এসইউভি ট্রাকে আছড়ে পড়ে।
দুর্ঘটনাস্থলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুইটি গাড়ি সজোরে সংঘর্ষের ফলে দুমড়েমুচড়ে আছে। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখনও অজানা। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন