লটারি কিনে ২০ মিলিয়ন জিতলেন এক ক্যালিফোর্নিয়ান!
ছবি: এলএবাংলাটাইমস
৩০ ডলারের স্ক্র্যাচার লটারি টিকিট কিনে ২০ মিলিয়ন ডলার জিতেছেন প্লেসার কাউন্টির এক ব্যক্তি। এটিই এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় লটারি জয় এর পুরষ্কার। ক্যালিফোর্নিয়া লটারি অফিস এই তথ্যটি জানিয়েছে।
লটারি অফিস সূত্র জানায়, চ্যাড ফ্রাই নামের ওই ব্যক্তি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। সে বাড়তি ইনকামের টাকা থেকে এই লটারি ক্রয় করেছিল।
লটারি অফিস জানিয়েছে, ফ্রাই আওবার্নের ফুটহিল মার্কেটে বিয়ার কিনতে আসে এবং সেট ফর লাইফ মিলিয়নিয়ার এডিশন টিকিট ক্রয় করে। এটি সবচেয়ে বেশি পরিমাণ টাকার অর্থ দিয়ে থাকে বাসিন্দাদের।
ফ্রাই জানায়, সে প্রথমে ভেবেছিল বাড়ি যেয়ে টিকিট স্ক্র্যাচ করবেন। পরে গ্রোসোরি স্টোরে ঢোকার আগেই এটি স্ক্র্যাচ করে ফেলেন তিনি।
লটারি অফিসকে ফ্রাই জানায়, স্ক্র্যাচ কার্ডের অর্ধেক ঘঁষেই সেখানে সে 'লাইফ' শব্দটি দেখতে পায়।
লটারি অফিস সূত্র জানিয়েছে, ফ্রাই ১১ দশমিক ৬ মিলিয়ন ডলার অর্থ তুলতে রাজি আছে এবং নতুন ফোর্ড এফ-২৫০ পিকআপ ট্রাক কেনার পরিকল্পনা করেছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন