ডিজনিল্যান্ডের গাছের সাথে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ডিজনিল্যান্ডের বাইরে একটি গাছের সাথে গাড়ির সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ আগস্ট) ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে।
এনাহেইম পুলিশ জানিয়েছে, ভোররাত ৩টায় ওয়েস্ট ক্যাটেল্লা অ্যাভিনিউ এর ৭০০ ব্লকে একটি সেডানের সাথে এসইউভি গাড়ির প্রায় সংঘর্ষ ঘটে। এই সময় এসইউভি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিজনিল্যান্ডের বাইরের একটি পালম গাছে ধাক্কা খায়।
এনাহেইম পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই এসইউভি গাড়ির চালক নারীটির মৃত্যু হয়। তিনি ইয়োকুনের বাসিন্দা।
দুর্ঘটনার কারণ নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। মৃত নারীর নাম এখনও প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন