ফাস্টফুড কর্মী সুরক্ষা বিল পাশ হলো ক্যালিফোর্নিয়ায়
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়া ফাস্ট ফুড কর্মীদের সুরক্ষা এবং আরও ক্ষমতায়নে এক আইন পাশ করেছেন আইনপ্রণেতারা। তবে রেস্টুরেন্ট মালিকেরা দাবি করছেন, এতে ভোক্তা খরচ আরও বেড়ে যাবে। সোমবার (২৯ আগস্ট) দেশে প্রথমবারের মতো বিলটি পাশ হয়েছে ক্যালিফোর্নিয়ায়।
এই বিলের আওতায় ১০ সদস্যের একটি ফাস্ট ফুড কাউন্সিল গঠন করা হবে। কাউন্সিকে দুইজন স্টেটস কর্মকর্তার পাশাপাশি সমসংখ্যক কর্মী এবং মালিক রাখা হবে। বেতন-ভাতা ও কর্মঘণ্টা নির্ধারণ করতে এই কাউন্সিল গঠন করা হবে।
আগামী বছর থেকে চেইন শপগুলোতে ঘণ্টাপ্রতি ২২ ডলার করে কর্মীদের প্রদান করা হবে। দেশজুড়ে এখন সর্বনিম্ন ঘণ্টাপ্রতি মজুরি হলো ১৫ ডলার ৫০ সেন্ট।
সার্ভিস অ্যামপ্লোয়িস ইন্টারন্যাশনাল ইউনিয়ন প্রেসিডেন্ট ম্যারি কাই হেনরি এটিকে ঐতিহাসিক এবং আনন্দের দিন বলে উল্লেখ করেন।
তিনি জানান, ক্যালিফোর্নিয়ার এই মডেল অন্যান্য রাজ্যের জন্যও অনুসরণীয় হতে পারে। ক্যালিফোর্নিয়া রাজ্যের জন্য নেওয়া বড় পদক্ষেপটি অন্যান্য রাজ্যেরও অনুসরণ করা উচিত।
২১-১২ ভোটের ব্যবধানে সিনেটে পাশ হয়েছে বিলটি। এর মধ্যে প্রায় সকল রিপাবলিকান সিনেটর বিলটির বিপক্ষে মত দিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন