ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে হিটওয়েভ, দূষিত হবে বাতাস
ছবি: এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহে ধেয়ে আসছে একটি হিটওয়েভ। কর্তৃপক্ষ জানিয়েছে, হিটওয়েভের কারণে কিছু অঞ্চলের এয়ার কোয়ালিটি অস্বাস্থ্যকর হয়ে যাবে।
মঙ্গলবার থেকে ওজোন অ্যাডভাইজরি ইস্যু করেছে দ্য সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। ইনল্যান্ড কমিউনিটিতে অস্বাস্থ্যকর এয়ার কোয়ালিটি থাকবে।
এছাড়া বিকালের দিকে স্যান বার্নার্ডিনো মাউন্টেনস এবং স্যান বার্নাডিনো ভ্যালিতে সবচেয়ে বেশি এয়ার কোয়ালিটি খারাপ হবে।
আগস্টের ৩০ তারিখ মঙ্গলবার থেকে সেপ্টেম্বরের ৪ তারিখ রবিবার পর্যন্ত এই অ্যাডভাইজরি জারি রাখা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ তাপমাত্রা থাকার কারণে ওজোন ফরম্যাশন থেকে বিষাক্ত ক্ষতিকর ক্যামিকেল নিঃসরণ হবে।
সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানায়, দীর্ঘমেয়াদি ও অতি উচ্চমাত্রার গরমের কারণে অনেক বেশি এবং ধারাবাহিকভাবে বিষাক্ত কেমিক্যাল ক্ষরণ হবে।
ওজোন দূষণের ফলে শিশু ও বৃদ্ধদের অ্যাজমার মতো রোগ দেখা দিতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন