লস এঞ্জেলেসে সদ্যাগত বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু! শোকাহত কমিউনিটিবাসী
ছবি: এলএবাংলাটাইমস
সদ্য বাংলাদেশ থেকে লস এঞ্জেলেসে আগত রাশেদুল আলম রোমেন অদ্য ৩১ আগস্ট ভোর ৫ টার দিকে লস এঞ্জেলেসের হলিউড প্রেসব্যাটেরিয়ান হসপিটালে ইন্তেকাল করেন! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন)।
জানা গিয়েছে, ভোর রাতে রাশেদুল নিজ কক্ষে বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পরলে তার রুমমেটরা 911 জরুরি সেবায় কল দিয়ে এম্বুলেন্সে করে স্থানীয় হলিউড প্রেসব্যাটেরিয়ান হসপিটালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই ডিউটিরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন!
বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরের সন্তান রাশেদুল রোমেন হাজারও স্বপ্ন নিয়ে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এসেছিলেন কয়েকমাস আগে। তার পিতা সৌদি প্রবাসী৷ অত্যন্ত নম্র ভদ্র ও বন্ধুবৎসল রোমেনের মৃত্যেুতে সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন। নবাগত শিক্ষার্থীদের স্থানীয় অভিভাবক তুল্য লস এঞ্জেলেসের বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মান্নান জানিয়েছেন, রোমেনের মরদেহ কমিউনিটির সহযোগিতায় দেশে পাঠানো হবে৷
হে আসমান জমিনের মালিক আমাদের রব, আপনি রাশেদুল আলম রোমেন কে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন, আমীন৷
শেয়ার করুন