নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসে চালু হয়েছে গ্যারান্টেড বেসিক ইনকাম প্রোগ্রাম
ছবি: এলএবাংলাটাইমস
চালু হয়েছে লস এঞ্জেলেস কাউন্টি গ্যারান্টেড বেসিক ইনকাম প্রোগ্রাম। আগামী তিন বছর এক হাজার লস এঞ্জেলেসের বাসিন্দা ১ হাজার ডলার করে পাবেন বলে জানায় কর্তৃপক্ষ।
প্রোগ্রামটির জন্য ১ লাখ ৮০ হাজার বাসিন্দা আবেদন করেছিল। সেখান থেকে লটারির মাধ্যমে ১ হাজার জনএই অর্থ পাবেন।
সুপারভাইজর শেইলা কুহেল জানান, পর্যায়ক্রমে লস এঞ্জেলেসের আবেদনকারী সবাই গ্যারান্টেড ইনকামের আওতায় আসবে।
দারিদ্র্যতা ও ইনকাম ইনস্টেবিলিটি সমস্যা দূর করতে গত বছর এটির পক্ষে ভোট দেন দ্য কাউন্টি বোর্ড অব সুপারভাইজর।
যারা এই প্রোগ্রামের আওতায় আসবে, তাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একক আবেদনকারীর আয় হতে হবে ৫৬ হাজার ডলার। যৌথ আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে ৯৬ হাজার ডলার এবং করোনার কারণে তাদের আর্থিক দৈন্যতা সৃষ্টি হয়েছে, তারাই এই প্রোগ্রামের অর্থ পাবেন।
গ্রাহকেরা ডেবিট কার্ড দিয়ে এই অর্থ গ্রহণ করেছেন। এদের বয়স ১৮ থেকে ৯১ বছরের মধ্যে এবং এদের মধ্যে আমেরিকান, ফার্সি, কোরিয়ানসহ একাধিক ভাষাভাষীর নাগরিক রয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন