নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালিফোর্নিয়ায় কেয়ারহোমে ডিশওয়াশার পান করে মৃত ১, অসুস্থ ২
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার একটি কেয়ারহোমে ভুলক্রমে জুসের বদলে ডিশওয়াশ লিক্যুইড পান করে ৯১ বছর বয়েসী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ অসুস্থ হয়েছেন আরও দুইজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, কেয়ারহোম ফ্যাসিলিটির কর্মীরা ভুলক্রমে জুসের বদলে ডিশওয়াশ লিক্যুইড পান করতে দেয়৷ পরে সেটি পান করে এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, আগস্টের ২৮ তারিখ ক্যালিফোর্নিয়ার স্যান মাতেওর অ্যাট্রিয়া হিলসডেল কেয়ার হোমে এই ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলে যেয়ে পুলিশ দেখতে পায় তিনজন বাসিন্দা বিষাক্ত ক্যামিকেল পান করে অসুস্থ হয়ে যান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়াত পর ৯৩ বয়সী বৃদ্ধার মৃত্যু হয়। তবে বাকি দুইজনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
অ্যাট্রিয়া হিলসডেল জানিয়েছে, ওই তিনজনকে ভুলে ফ্যাসিলিটির কর্মীরা জুসের বদলে ডিশওয়াশার পান করতে দেয়। ওই কর্মীদের বরখাস্ত করা হয়েছে। তবে এই ভুলটি কিভাবে ঘটলো সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি।
স্যান মাতেও পুলিশ ডিপার্টমেন্ট এবং দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস জানায় এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন