নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
সাইবার হামলার কবলে লস এঞ্জেলেস স্কুল ডিস্ট্রিক্ট
ছবি: এলএবাংলাটাইমস
সাইবার হামলার শিকার হয়েছে দ্য লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট। এর ফলে সোমবার বেশ বড় টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ সেটি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলার ফলে অভিভাবক এবং শিক্ষকরা কম্পিউটার সিস্টেম ও ইমেইল সিস্টেমে ঢুকতে অসুবিধার সম্মুখীন হয়েছে।
সোমবার সন্ধ্যায় ডিস্ট্রিক্ট জানায়, একটি এক্সটার্নাল সাইবার হামলা হয়েছে এবং এটি একটি অপরাধমূলক হামলা।
ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার থেকে ক্লাস স্বাভাবিকভাবেই শুরু হবে৷ আর এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার তেমন কোনো সমস্যা হবে না তবে ব্যবসায়িক কার্যক্রম কিছুটা দীর্ঘায়িত হতে পারে।
তবে এই হামলার বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।ইতোমধ্যে ফেডারেল এজেন্সিকে অভিযোগ জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও হোমল্যান্ড সিকিউরিটি তদন্তে সাহায্য করছে।
অভিভাবকদের তথ্য প্রদান করতে দুইটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। একটি হচ্ছে (800)522-8737 এবং আরেকটি হচ্ছে (213)443-1300।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন