নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
টানা নবম দিনের মতো ফ্ল্যাক্স অ্যালার্ট জারি ক্যালিফোর্নিয়ায়
ছবি: এলএবাংলাটাইমস
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) টানা নবম দিনের মতো ফ্ল্যাক্স এলার্ট জারি রয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। তীব্র দাবদাহের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার ফ্ল্যাক্স অ্যালার্টের সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়ে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতি মোকাবিলা করতে বাসিন্দাদের বিদ্যুৎ সঞ্চয়ের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সাশ্রয়ে বাসিন্দাদের পাওয়ার সেভিংস স্টেপ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে দ্য ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর।
১) ৭৮ ডিগ্রী বা এর বেশি তাপমাত্রায় থার্মোস্ট্যাটস সেট করতে হবে।
২) ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার বন্ধ রাখা।
৩) অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখা।
৪) বৈদ্যুতিক গাড়ি বা বাহন চার্জ না দেওয়া।
এছাড়া ফ্ল্যাক্স অ্যালার্ট জারি হওয়ার আগেই কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ি যতোটুকু সম্ভব শীতল করে রাখতে অনুরোধ জানান।
ইতোমধ্যে গভর্নর গেভিন নিউসামের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়ে ২৭ মিলিয়ন বাসিন্দাকে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। বার্তায় অযথা বিদ্যুৎ খরচ না করে বিদ্যুৎ সঞ্চয়ের অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন