যৌন হয়রানির পর হত্যাচেষ্টা, আটক ১
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার সান্তা আনায় ১৯ বছর বয়েসী এক তরুণীকে যৌন হয়রানির পর হত্যাচেষ্টার সন্দেহে ২৩ বছর বয়েসী এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, আটক যুবকের নাম এরিক লোভানি অলিভেরোস শ্যাভেজ। শুক্রবার সান্তা আনায় একটি বাস থেকে নামার পরপরই তাকে আটক করা হয়।
সান্তা আনা পুলিশ জানায়, অলিভেরোস শ্যাভেজকে অরেঞ্জ কাউন্টি কারাগারে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ এবং হয়রানির অভিযোগ আনা হয়েছে।
১ মিলিয়ন ডলারের বিপরীতে তার জামিন ধার্য্য করা হয়েছে। পুলিশের ধারণা, অভিযুক্ত একটি রেস্তোরাঁয় কাজ করেন এবং সে সানফ্লাওয়ার অ্যাভিনিউ এবং হার্বর বোলেভার্ড থেকে বাসে চড়েছিল।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন