নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসে গীর্জায় আগুন, আহত ৩
ছবি: এলএবাংলাটাইমস
সাউথ লস এঞ্জেলেসে গীর্জায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় তিন দমকলকর্মী আহত হয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, সাউথ পার্ক এরিয়ায় অবস্থিত দুই তলা গীর্জায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে ১০০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, আগুন নেভাতে যেয়ে ১ দমকলকর্মী মোটামুটি আহত হয়েছেন এবং দুই দমকলকর্মী মৃদু আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের নিকোলাস প্রাঞ্জ জানান, আগুন নেভানোর পরবর্তী কার্যক্রম হিসেবে দমকলকর্মীরা এখনও ঘটনাস্থলে অবস্থান করছেন।
প্রাঞ্জ জানিয়েছে, ম্যাককিনলে অ্যাভিনিউ এর ভিক্টরি ব্যাপটিস্ট চার্চে রাত ২টা ২২ মিনিটের দিকে অগ্নিকাণ্ড শুরু হয়।
তিনি জানান, আগুনে ভিতরের ভবনের একটি কাঠামো ভেঙ্গে দমকলকর্মীরা আহত হোন। পরে সবাই সতর্ক অবস্থানে থেকে আগুন নেভানোর কার্যক্রম অব্যাহত রাখেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন