ওয়েস্টলেকে পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ওয়েস্টলেক ডিস্ট্রিক্টে রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছে। কর্তৃপক্ষ জানায়, ১ ব্যক্তি সেমি-অটোম্যাটিক অস্ত্র হাতে হামলা করার সময় লস এঞ্জেলেস পুলিশের গুলিতে মারা যায়।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট বিবৃতিতে জানান, রবিবার সকালে ৩টা ২০ মিনিটের দিকে সিক্সথ স্ট্রিট অ্যান্ড রেমপার্ট বোলেভার্ডে ১ ব্যক্তিকে অস্ত্রসহ শনাক্ত করে পুলিশ।
বিবৃতিতে আরও বলা হয়, ওই ব্যক্তিকে থামতে বললে পুলিশের সাথে 'গান সিচ্যুয়েশন' তৈরি হয়। পরে পুলিশ গুলি ছুঁড়লে ওই ব্যক্তির মৃত্যু হয়।
পরে প্যারামেডিক্স ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। তার নাম পরিচয় তৎক্ষনাৎ প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, মৃতদেহের পাশে সেমি-অটোম্যাটিক একটি বন্দুক পাওয়া গেছে৷ এর বেশি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন