নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
স্যান ফ্র্যান্সিসকোতে একটি পার্কিং স্পেস এর মূল্য ৯০ হাজার ডলার
ছবি: এলএবাংলাটাইমস
নিউ ইয়র্কে বিশেষ করে ম্যানহাটনে গাড়ি পার্কিং এর খরচ অত্যন্ত বেশি, এটি কারো অজানা নয়। তবে এবার স্যান ফ্র্যান্সিসকোতে এই মূল্য যেন সবকিছু ছাড়িয়ে গেছে।
স্যান ফ্র্যান্সিসকোর সাউথ বিচে সিঙ্গেল পার্কিং স্পেস এর বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ডলার।
বিজ্ঞাপনে লেখা হয়েছে যে এই পার্কিং এর বর্তমান লিজ চলছে মাসে ৩০০ ডলার। এটি একটি সিঙ্গেল পার্কিং স্পেস৷ এটি নন-রেসিডেন্টরাও ব্যবহার করতে পারবে এবং ওরাকল স্টেডিয়াম থেকে ১ ব্লক দূরে এর অবস্থান।
স্যান ফ্র্যান্সিসকোতে একটি মধ্যম বাড়ির দাম ১ দশমিক ৩ মিলিয়ন ডলার এবং একটি অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৩ হাজার ৩৯৭ ডলার। সেই তুলনায় ৯০ হাজার ডলার মূল্য অনেক বেশি।
কম্পাস রিয়েল এস্টেট বিল উইলিয়ামস জানান, এটি কিনলে সিলিকন ভ্যালিতে থাকা সম্ভব এবং নিজের পার্কিং স্পট পাওয়া যাবে একদম স্টেডিয়ামের কাছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন