রেস্টুরেন্টে বন্দুক হামলায় গায়কের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
সাউথ লস এঞ্জেলেসে রেস্টুরেন্টে গুলিতে র্যাপার পিএনবি রকের মৃত্যু হয়েছে। সোমবার রোসকোয়েস চিকেন অ্যান্ড ওয়াফেলস রেস্টুরেন্টে বন্দুক হামলাটি হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার রাতে ১টা ২৩ মিনিটে ম্যানচেস্টার অ্যাভিনিউ ১০০ ব্লকে বন্দুক হামলাটি হয়। মূলত একটি ডাকাতির সময় এই হামলাটি হয়।
কর্তৃপক্ষ জানায়, র্যাপার পিএনবি রেস্টুরেন্টের একটি টেবিলে এক নারীকে নিয়ে বসে ছিলেন। ধারণা করা হচ্ছে ওই নারী পিএনবির প্রেমিকা ছিল।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন কেলি মুনিজ জানান, রেস্টুরেন্টে বসে ওই গায়ক প্রেমিকাকে নিয়ে বসে ছিল। এমন সময় এক বন্দুকধারী এসে পিএনবির কাছ থেকে মূল্যবান সামগ্রী দাবি করে।
এক পর্যায়ে সে একাধিক গুলি ছুঁড়ে পিএনবির শরীর থেকে গুরুত্বপূর্ণ সামগ্রীগুলো খুলে নেয় এবং একটি গেটওয়ে গাড়ি করে পালিয়ে যায়।
আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর পর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
পিএনবি তার সিঙ্গেল ট্র্যাক ফ্লিক এবং সেলফিশের জন্য বিখ্যাত।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন