গ্যাস প্রাইজ রিলিফ প্রোগ্রামের অর্থ প্রদান শুরু শীঘ্র
ছবি: এলএবাংলাটাইমস
আগামী কয়েক সপ্তাহ পর থেকে ক্যালিফোর্নিয়ার গ্যাস প্রাইজ রিলিফ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। যেসব বাসিন্দা এই প্রোগ্রামের আওতায় রয়েছেন, তাদের অর্থ প্রদান শুরু হবে শীঘ্রই।
গ্যাস প্রাইজ রিলিফ প্রোগ্রামের জন্য যোগ্য বিবেচিত বাসিন্দারা সর্বোচ্চ ১ হাজার ৫০ ডলার পাবেন। মোট ৯ দশমিক ৫ বিলিয়ন ট্যাক্স রিফাণ্ড দেওয়া হবে।
গত জুন মাসে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এবং রাজ্যের আইনপ্রণেতারা ট্যাক্স রিফাণ্ডের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন। জ্বালানির দাম ক্যালিফোর্নিয়ায় রেকর্ড সর্বোচ্চ ৭ ডলার পৌঁছানোর পর এই সিদ্ধান্তটি নেয় কর্তৃপক্ষ।
এই ট্যাক্স রিফাণ্ড পাওয়ার শর্ত হচ্ছে ২০২০ সালের ট্যাক্স রিটার্ন অক্টোবর মাসের মধ্যে দাখিল করতে হবে এবং বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম হতে হবে।
https://www.ftb.ca.gov/about-ftb/newsroom/middle-class-tax-refund/index.html এই লিংক থেকে কারা কতো পরিমাণ অর্থ পাবেন, সেটি জানা যাবে।
এই রিফাণ্ডের জন্য বিবেচিতদের অক্টোবর ও জানুয়ারি মাসের মধ্যবর্তী যেকোনো সময়ে অর্থ প্রদান শুরু হবে। ডিরেক্ট ডিজোপিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করা হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন