ল্যানকাস্টারে বন্দুক হামলায় মৃত ১, আহত আরেক
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার ল্যানকাস্টারে পানশালার পার্কিং- এ বিবাদের পর প্রতিপক্ষের গুলিতে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
পুলিশ জানিয়েছে, রাত ১টা ৫২ মিনিটে জালিস্কো বার এবং গ্রিল স্পিলডের পার্কিং লটে বন্দুক হামলাটি ঘটে।
তদন্তকারী দল জানিয়েছে, বিবাদের পর একাধিকবার গুলি ছোঁড়া হয়েছে। এতে ১ জনের মৃত্যু হয় এবং অন্য আরেক ব্যক্তি গুরুতর আহত হয়।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কারো কাছে হামলাটির বিষয়ে কোনো তথ্য থাকলে (323)890-5500 নাম্বারে যগাযোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
তদন্তের স্বার্থে এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন