নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
রিভারসাইডে পোষা কুকুরের আক্রমণে গুরুতর আহত শিশু
ছবি: এলএবাংলাটাইমস
রিভারসাইড কাউন্টির ইন্ডিওতে আত্মীয়ের পোষা কুকুরের হামলায় গুরুতর আহত হয়েছে ৮ বছর বয়সী এক শিশু। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুকুরটি শিশুর উপর হামলা করে।
রিভারসাইড কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস সূত্র জানায়, বিকাল ৩টার দিকে শিশুটি ক্যালি ডায়ামান্টের ৪৭০০০ ব্লকে আত্মীয়ের বাড়িতে যায়। এসময় কুকুরটি শিকল ছিঁড়ে সরাসরি শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে।
কুকুরটি শিশুর মুখে কামড়ে গুরুতর আহত করে। পরে অন্য স্বজনরা কুকুরের কবল থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে ততোক্ষনে শিশুটি গুরুতর আহত হয়ে যায়।
শিশুটিকে তার বাবা স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পর হেলিকপ্টারযোগে তাকে লমা লিন্ডা ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে।
অ্যানিমেন সার্ভিসেস জানায়, শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি। ২ বছর বয়েসী পিটবুল শিশুটির উপর আক্রমণ করে বলে নিশ্চিত করেছে অ্যানিমেল সার্ভিসেস।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন