নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালিফোর্নিয়ায় কর্মীদের গাঁজা সেবনে বাধা নেই
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় নতুন আইন করে কর্মীদের গাঁজা সেবন টেস্ট করানো নিষিদ্ধ করা হচ্ছে। নতুন আইনের ফলে কোনো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেখানের কর্মীরা গাঁজা সেবন করেন কী না, তা পরীক্ষা করাতে পারবেন না।
গভর্নর গেভিন নিউসাম স্বাক্ষরিত অ্যাসেম্বলি বিল ২১৮৮ অনুসারে, কর্মস্থলের বাইরে কোনো কর্মী গাঁজা সেবন করেছে কী না, এমন টেস্ট নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া গাঁজা সেবনের উপর ভিত্তি করে চাকরিচ্যুত বা নিয়োগ না দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
তবে যেসব কর্মী কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত বা যেসব পজিশনের জন্য ফেডারেল ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, সেসব কর্মীদের চাইলে গাঁজা সেবন টেস্ট করানো যেতে পারবে।
এছাড়া কর্মক্ষেত্রে গাঁজা সেবন, দলভুক্ত হয়ে কাজ করার সময় গাঁজা সেবন এবং কর্মক্ষেত্রে গাঁজা বহন নিষিদ্ধ রয়েছে।
নিউসাম গাঁজা সংক্রান্ত আরও দুইটি বিল পাশ করেছেন। মেডিকেল মারিজুয়ানা ডেলিভারি বৈধ করেছেন এবং গাঁজা সেবনের জন্য পূর্বে কোনো ক্রিমিনাল রেকর্ড লিপিবদ্ধ থাকলে সেটি মুছে ফেলা হবে।
২০২৪ সাল থেকে এই আইনটি কার্যকর হতে পারে। ফেডারেল পর্যায়ে গাঁজা সেবন এখনও অবৈধ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন