“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
১০৫ ফ্রিওয়েতে একাধিক গাড়ির সংঘর্ষে হাসপাতালে ৮
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের ইস্টবাউণ্ড ১০৫ ফ্রিওয়েতে ৪০৫ ফ্রিওয়ের কাছে একাধিক গাড়ির মধ্যে দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।
লস এঞ্জেলেসে ফায়ার ডিপার্টমেন্ট সূত্র শুক্রবার (২২ সেপ্টেম্বর) জানান, একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
আহত অবস্থায় আটজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তাদের শারীরিক অবস্থা মৃদু থেকে গুরুতর।
দুর্ঘটনার পর সড়কে গাড়ির তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাস্থলে গাড়ির চলাচল বেশ ব্যহত হয়েছে। হালকা যানের বাহকদের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের অ্যালার্ট মনিটর করতে বলা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন