“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
ফাইভ ফ্রিওয়েতে সড়ক দুর্ঘটনা, মৃত ১
ছবি: এলএবাংলাটাইমস
ইরভাইনের ফাইভ ফ্রিওয়েতে একাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটেছে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানায়, জাম্বুরে রোডে সকাল ৪টায় একটি সেমিট্রাক ওভারটেক করতে চাইলে এই দুর্ঘটনাটি হয়। এরফলে সাউথবাউন্ড লেনের সড়ক বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ৫৯ বছর বয়েসী একজনের মৃত্যু হয়েছে। তিনি লেক ফরেস্টের বাসিন্দা ডেনিয়েল ফ্রাঙ্কো। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর একটি গাড়িতে আগুন ধরে যায়। সেটির ছাদ কেটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, ১০টা ৩০ মিনিটের পর সকল লেন কার্যকর করে দেওয়া হয়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলমান রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন