“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
লস এঞ্জেলেসে এক্সেসিভ হিট অ্যালার্ট জারি
ছবি: এলএবাংলাটাইমস
প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ হতে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টির জনজীবন। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে অতি দাবদাহ সতর্কতা জারি করেছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকে দাবদাহ সতর্কতা শুরু হয়ে এটি জারি থাকবে আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত।
রবিবার উপক্যতা আর মরুভূমিতে তাপমাত্রা উঠবে সর্বোচ্চ ১০০ ডিগ্রীতে। কোয়াশেলা ভ্যালিতে ১১টা থেকে দাবদাহ সতর্কতা জারি হবে।
এছাড়া বৃহত্তর লস এঞ্জেলেস এলাকায় দাবদাহ সতর্কতা সোমবার সকাল থেকে কার্যকর হচ্ছে৷ সান ফার্নান্ডো ভ্যালি, স্যান গ্যাব্রিয়েল ভ্যালি, সান্তা ক্লারিতা ভ্যালি এবং অরেঞ্জ কাউন্টি, সান বার্নার্ডিনো ও রিভারসাইড কাউন্টিতে তাপমাত্রা ১০০ ডিগ্রী ছাড়িয়ে যাবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, তীব্র দাবদাহের ফলে তাপমাত্রাজনিত অসুস্থতা অনেক বেড়ে যেতে পারে৷ ঘরের বাইরে যারা কাজ অথবা ট্রেনিং করবেন, তাদের সতর্ক থাকতে হবে।
বাড়ির বয়োবৃদ্ধ, শিশু ও পোষাপ্রাণীদের প্রতি বিশেষ যত্ন নিতে নির্দেশনা দিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন