“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
লস এঞ্জেলেসে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের মিড সিটি নেইবরহুডে রবিবার (২৫ সেপ্টেম্বর) গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদিকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ওই গাড়ির চালক পালিয়ে গেছে। তাকে খুঁজছে পুলিশ।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, রাত ১০টা ৫০ মিনিটে সাউথ ফেয়ারফ্যাক্স অ্যাভিনিউ অ্যান্ড ইলেট্রিক ড্রাইভ ইন্টারসেকশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, গাড়িটি ফায়ারফ্যাক্স অ্যাভিনিউ এর নর্থবাউন্ড থেকে বাঁক নিয়ে ইলেক্ট্রিক ড্রাইভে আসার সময় একটি গাড়িকে ধাক্কা দেয়।
ঘটনাস্থল থেকে কর্তব্যরত অফিসাররা মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করে। আরোহীর বয়স ২২ বছর, তাকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়।
মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়ার পর গাড়ির চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এখন পর্যন্ত গাড়ি বা চালকের কোনো বৃত্তান্ত পুলিশ পায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন