“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
ফন্টানায় বিবাদের জেরে গুলিতে নারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
সান বার্নার্ডিনো কাউন্টির ফন্টানায় গৃহ বিবাদের জেরে গুলিতে ১ নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ম্যালোরি স্ট্রিট অ্যান্ড সাইপ্রেস অ্যাভিনিউ এর কাছে একটি আবাসিক বাড়িতে এই ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রুম্যান মিডল স্কুলের কাছে এই ঘটনাটি ঘটেছে। তদন্তের স্বার্থে স্কুল বন্ধ রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে কর্তৃপক্ষ।
ফন্টানা পুলিশ জানায়, এই ঘটনায় আরেক ব্যক্তিকে গুলি ছোঁড়া হলেও সে গুলিবিদ্ধ হয়নি।
তবে এখন পর্যন্ত হত্যাকারীর নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া হত্যাকান্ডের সাথে ১ বা একাধিক ব্যক্তি জড়িত কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন