“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
লস এঞ্জেলেসে জ্বালানির মূল্য বৃদ্ধির রেকর্ড!
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টিতে জ্বালানির মূল্য বুধবার (২৮ সেপ্টেম্বর) বেড়েছে ২০১৫ সালের ১৪ জুলাই এর পর সর্বোচ্চ। ১৪ দশমিক ৯ সেন্ট বেড়ে জ্বালানির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৬ ডলার ১০৮ সেন্টে, যা জুলাই ১২ এর পর সর্বোচ্চ মূল্য।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) ও ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, টানা ২৬ দিনের মতো ৮৬ দশমিক ২ সেন্ট বেড়েছে জ্বালানির মূল্য। মঙ্গলবার মূল্য বেড়েছে ১১ দশমিক ৯ সেন্ট এবং রবিবার মূল্য বেড়েছে ১১ সেন্ট।
এই মূল্য এক সপ্তাহ আগের থেকে ৫৬ দশমিক ৩ সেন্ট বেশি, এক মাস আগের থেকে ৮২ দশমিক ৭ সেন্ট বেশি ও এক বছর আগের থেকে ১ ডলার ৬৯৯ সেন্ট বেশি।
এর আগে টানা ৮০ দিনের মধ্যে ৭৮ দিনেই জ্বালানির মূল্য কমেছে ১ ডলার ২১৬ সেন্ট। এর আগে জুনের ১৪ তারিখ সর্বোচ্চ মূল্য ছিল ৬ ডলার ৪৬২ সেন্ট। এর থেকে মূল্য কম রয়েছে ৩৫ দশমিক ৪ সেন্ট।
২০১৫ সালের জুলাই মাসের ১৪ তারিখের পর থেকে জ্বালানির মূল্য গড় বেড়েছে ১৫ দশমিক ১ সেন্ট।
অরেঞ্জ কাউন্টিতেও জ্বালানির মূল্য ২০১৫ সালের জুলাই ১৪ তারিখের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ১৫ সেন্ট বেড়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৬ ডলার ৯২ সেন্ট, যা জুলাই ৯ তারিখের পর সর্বোচ্চ মূল্য।
গত ১২ দিনে ১১ বারের মতো জ্বালানির মূল্য বেড়েছে ৭০ দশমিক ৮ সেন্ট। মঙ্গলবার বেড়েছে ১০ দশমিক ৬ সেন্ট এবং রবিবার বেড়েছে ১৪ সেন্ট।
এই মূল্য এক সপ্তাহ আগের থেকে ৫৭ দশমিক ২ সেন্ট বেশি, এক মাস আগের থেকে ৯০ দশমিক ৮ সেন্ট বেশি ও এক বছর আগের থেকে ১ ডলার ৭২৪ সেন্ট বেশি।
জুনের ১২ তারিখ অরেঞ্জ কাউন্টিতে জ্বালানির মূল্য ছিল সর্বোচ্চ ৬ ডলার ৪১ সেন্ট। এর থেকে বর্তমানে মূল্য কম রয়েছে ৩১ দশমিক ৮ সেন্ট।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া অটোমোবাইল ক্লাবের কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার জানান, কিছু পরিশোধন প্রতিষ্ঠান পরিকল্পনাবিহীন কার্যক্রম চালানোয় লস এঞ্জেলেসে জ্বালানির দাম এভাবে বেড়ে চলেছে। জ্বালানির মজুদ বর্তমানে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন