“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুক হামলা, আহত ৬
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) বন্দুক হামলাটি হয়েছে বলে জানান আলমেডা কাউন্টি শেরিফের মুখপাত্র।
শেরিফ অফিস সূত্র জানায়, ফন্টাইন স্ট্রিটের যৌথ স্কুল বিল্ডিং- এ হামলাটি হয়েছে। বে এরিয়া টেকনোলজি স্কুল, রাডসডেল নিউকামার হাই স্কুল এবং সজুরনার ট্রুথ ইন্ডিপেন্ডেন্ট স্টাডির ক্যাম্পাস সেখানে।
শেরিফ অফিস মুখপাত্র লেফটেন্যান্ট রে ক্যালি জানান, আহত অবস্থায় তিনজনকে হাইল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য আরেকজন হাসপাতালে ভর্তি আছে। এছাড়া অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অকল্যান্ড সিটি কাউন্সিল মেম্বার ট্রেভা রেইড জানান, আহতদের প্রায় সবাই ছাত্র এবং প্রাপ্তবয়স্ক।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এক বিবৃতিতে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। অভিভাবকদেরসহ সকলকে শিশুদের প্রতি যত্নশীল হতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন