“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
রাতারাতি ১১ সেন্ট বাড়লো জ্বালানির মূল্য
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের দাম আবারও এক ধাপ বেড়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গ্যাসোলিনের মূল্য ১১ সেন্ট বেড়ে বর্তমানে মূল্য দাঁড়িয়েছে ৬ ডলার ২৯ সেন্টে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এই তথ্য জানিয়েছে।
লস এঞ্জেলেস এবং লং বিচ এরিয়াতে বৃহস্পতিবার থেকে শুক্রবার মূল্য ১২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ ডলার ৩৮ সেন্টে।
বর্তমানে দেশে গ্যাসোলিনের গড় মূল্য চলছে ৩ ডলার ৮০ সেন্ট।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানায়, হারিকেন ইয়ানের প্রভাবে জ্বালানি বিতরণে সমস্যা হয়েছে। বেশকিছু স্থানে বিদ্যুৎবিভ্রাট ও বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এএএ আরও জানায়, প্রতি সপ্তাহে দেশজুড়ে জ্বালানির চাহিদা একলাফে ৮ দশমিক ৩২ মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে হয়েছে ৮ দশমিক ৮৩ মিলিয়ন ব্যারেল। তবে সেই তুলনায় যোগান আগের থেকে কমেছে।
চাহিদা থাকলেও জ্বালানির যোগানের স্বল্পতার কারণে দেশজুড়ে জ্বালানির মূল্য বেড়েছে বলে জানায় এএএ। এই জ্বালানির যোগানের স্বল্পতা চললে সপ্তাহজুড়ে মূল্য বেশি থাকবে।
এরআগে চলতি বছর জুন মাসের ১৪ তারিখ জ্বালানির মূল্য ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ হয়েছিল ৬ ডলার ৪৩৮ সেন্ট এবং লস এঞ্জেলেসে ছিল ৬ ডলার ৪৬২ সেন্ট।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন