৩ লাখ ২৮ হাজার পিস ফেন্টানিল পিল উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
পাসাডিনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ২৮ হাজার ফেন্টালিন পিল উদ্ধার করেছে পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাসাডিনা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সেপ্টেম্বর ২৪ তারিখের মধ্যে বিভিন্ন অভিযানে পিলগুলো উদ্ধার করা হয়। একই সাথে একটি আগ্নেয়াস্ত্র ও চার পাউন্ড কোকেইন জব্দ করা হয়েছে।
নার্কো ডিপার্টমেন্ট জানায়, ফেন্টানিল পিলের রঙ পরিবর্তন করে সেগুলো ক্যান্ডির মতো করা হচ্ছে যেন অপ্রাপ্তবয়স্করা দ্রুত আকর্ষিত হয়।
এখন পর্যন্ত পাসাডিনায় অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ৫০০ পিস ফেন্টালিন পিল উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাসাডিনা পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন