নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসে জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধি
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে জ্বালানির মূল্যে বৃদ্ধির রেকর্ড হয়েছে সোমবার (৩ অক্টোবর)। কাউন্টিতে প্রতি গ্যালন সেলফ সার্ভিস গ্যাসোলিনের দাম বেড়ে হয়েছে ৬ ডলার ৪৬৬ সেন্ট। এরআগে ১৪ জুন সর্বোচ্চ মূল্যের রেকর্ড ছিল ৬ ডলার ৪৬২ সেন্ট।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস সূত্র জানায়, টানা ৩১ দিনে জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েছে ১ ডলার ২২ সেন্ট। রবিবার মূল্য বেড়েছে সেন্ট আর বৃহস্পতিবার বেড়েছে ১৫ দশমিক ৩ সেন্ট।
এক সপ্তাহ আগের থেকে জ্বালানির মূল্য বেড়েছে ৬২ দশমিক ৬ সেন্ট, ১ মাস আগের থেকে বেড়েছে ১ ডলার ২০২ সেন্ট এবং ১ মাস আগের থেকে বেড়েছে ২ ডলার ৫ সেন্ট।
অরেঞ্জ কাউন্টিতে জ্বালানির মূল্য আরেকধাপ বেড়ে হয়েছে ৬ ডলার ৪২৩ সেন্ট। এর আগে শনিবার সর্বোচ্চ ৪ দশমিক ৩ সেন্ট মূল্য বেড়ে দাঁড়ায় ৪ ডলার ৪২৯ সেন্ট।
অরেঞ্জ কাউন্টিতে ১ সপ্তাহ আগের থেকে জ্বালানির মূল্য বেশি আছে ৫৯ দশমিক ২ সেন্ট, এক মাস আগের থেকে বেশি আছে ১ ডলার ২৩ সেন্ট এবং এক বছর আগের থেকে বেশি আছে ২ ডলার ০৪৪ সেন্ট।
পরিশোধন কারখানাগুলোর উন্নতীকরণের কাজ চলায় চাহিদা ও যোগানের মধ্যে অসামঞ্জস্যতা সৃষ্টি হয়েছে ও এজন্যই গ্যাসোলিনের দাম বেড়েই চলেছে বলে জানায় সাউদার্ন ক্যালিফোর্নিয়া অটো মোবাইল ক্লাবের মারিয়ে মন্টিজিরোমি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন