নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
এলএইউএসডি'র হ্যাক হওয়া তথ্য অনলাইনে ফাঁস
ছবি: এলএবাংলাটাইমস
সোমবার (৩ অক্টোবর) লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) এর ওয়েবসাইট হ্যাক করে গোপন এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকার গ্রুপ।
ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট এই তথ্য নিশ্চিত করেন। এর আগে হ্যাকার গ্রুপটি তথ্য ফাঁস না করার শর্তে মুক্তিপণ দাবি করে। সেটি দিতে অস্বীকৃতি জানানোয় হ্যাকার গ্রুপটি হ্যাক করা তথ্য অনলাইনে ফাঁস করে দিয়েছে।
হ্যাকার গ্রুপটি জানায়, এলএইউএসডি'র ওয়েবসাইট হ্যাক করে ৫০০ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।
মুক্তিপণের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়ার আগেই হ্যাকার গ্রুপটি তথ্য ফাঁস করে দিয়েছে। সুপারিন্টেন্ডেন্ট আলবার্তো কার্ভালহো সম্প্রতি প্রকাশ্য ঘোষণায় জানান যে হ্যাকারদের কোনো মুক্তিপণ দেওয়া হবে না।
তিনি জানান মুক্তিপণ দিয়ে পুরো তথ্য আদায় করার নিশ্চয়তা পাওয়া যায়না। মুক্তিপণ না দিয়ে শিক্ষার্থীদের জন্য ব্যয় করা বেশি যুক্তিযুক্ত বলে জানান আলবার্তো।
এদিকে হ্যাকারদের দ্বারা হামলার পর অন্যান্য কাউন্টি স্কুল কর্তৃপক্ষকে তাদের সিস্টেম আরও উন্নত করার জন্য পরামর্শ দিয়েছেন দ্য সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন