লস এঞ্জেলেসে ২য় দিনের মতো জ্বালানির মূল্যবৃদ্ধির রেকর্ড
ছবি: এলএবাংলাটাইমস
মঙ্গলবার (৪ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো জ্বালানির মূল্যবৃদ্ধির রেকর্ড হলো লস এঞ্জেলেস এবং লং বিচ এরিয়ায়।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানায়, রাতারাতি ২ সেন্ট বেড়ে রেগুলার গ্যাসোলিনের মূল্য দাঁড়িয়েছে ৬ ডলার ৪৯ সেন্টে। ১ সপ্তাহ আগে এই মূল্য ছিল ৫ ডলার ৯৬ সেন্ট আর ১ বছর আগে মূল্য ছিল ৪ ডলার ৪২ সেন্ট।
এক বিবৃতিতে এএএ'র মুখপাত্র অ্যান্ড্রু গ্রস জানান, অঞ্চলভিত্তিক জ্বালানির মূল্যে ব্যাপক তারতম্যের সৃষ্টি হয়েছে। ওয়েস্ট কোস্টে জ্বালানির মূল্য ৬ ডলারের বেশি আর টেক্সাস এবং গালফ কোস্ট রাজ্যগুলোতে এই মূল্য ৩ ডলারের কম।
এর কারণ হিসেবে তিনি জানান ক্যালিফোর্নিয়ার ছয়টি জ্বালানি পরিশোধনাগার আপগ্রেডের কাজ চলছে এবং জ্বালানি পরিবহণ কঠিন হয়ে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বাসিন্দাদের সস্তা উইন্টার ব্লেন্ড জ্বালানি ব্যবহার করতে পরামর্শ দেন যেনো এতে করে জ্বালানির খরচ নিয়ন্ত্রণে আসে।
ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দাই গ্যাস ট্যাক্স বাতিল করতে অনুরোধ জানালেও শীঘ্রই সেটি সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন