মেয়র পদপ্রার্থী হিসেবে স্যান্ডার্সের সমর্থন পেলেন বেইজ
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের মেয়র পদপ্রার্থী হিসেবে সিনেটর বার্নি স্যান্ডার্স এর সমর্থন পেলেন রিপ্রেজেনটেটিভ কারেন বেইজ।
কারেন বেইজের প্রতিপক্ষ হিসেবে আছেন ডেভেলপার রিক কারুসো। মঙ্গলবার (৪ অক্টোবর) বার্নি স্যান্ডার্সের সমর্থন পাবার পর অন্যান্য কর্মকর্তাদের সমর্থন আরও জোরদার হবে।
এক বিবৃতিতে বার্নি স্যান্ডার্স জানান বেইজ অর্থ বা ব্যক্তিগত লাভের থেকে অনেক দূরে থেকে কর্মজীবী মানুষদের জন্য কাজ করে যাবেন।
স্যান্ডার্স জানান যে কারেন গৃহহীন সমস্যা দূর করবেন, আবাসন আরও সহজলভ্য করে তুলবেন, কর্মক্ষেত্রে সৃষ্টি করবেন, অপরাধ কমিয়ে আনবেন এবং সকলকে নিয়ে একটি সম্প্রীতির লস এঞ্জেলেস গড়ে তুলবেন।
এর আগে ২০২০ সালের ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে লস এঞ্জেলেস কাউন্টি থেকে ৩৯ শতাংশ ভোট নিশ্চিত করেছিলেন তিনি।
বেইজ ইতোমধ্যে সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন এবং হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সমর্থন পেয়েছেন। এছাড়াও কংগ্রেশনাল অনেক কলিগের সমর্থন আদায় করেছেন তিনি। এছাড়া স্থানীয় ইউনিয়ন ও লেবর ফেডারেশনের সমর্থন রয়েছে বেইজের পাশে।
এছাড়া কারুসোর সমর্থনে রয়েছে সাবেক মেয়র রিচার্ড রিওয়ার্ডান, লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান গিল ক্যাডিলো এবং জো বুসকানিওসহ আরও অনেকে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন