নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
কোরিয়াটাউনে বন্দুক হামলায় র্যাপ গায়কের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
কোরিয়াটাউনে বন্দুক হামলায় হাফ আউন্স নামের এক র্যাপ গায়কের মৃত্যু হয়েছে। পরিবার সূত্র জানায়, তার তিনটি সন্তান রয়েছে ও একজন এখনও ভূমিষ্ঠ হয়নি।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে সাউথ নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউ- এর ৭০০ ব্লকে হামলাটি হয়।
একাধিক গুলি ছোঁড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ গায়ককে মাটিতে লুটানো অবস্থায় দেখতে পায়।
পরিবার সূত্র জানায়, হাফ আউন্স একজন স্থানীয় র্যাপ গায়ক। তার ৯ মাস থেকে ৮ বছর বয়েসী তিনটি বাচ্চা রয়েছে। তার স্ত্রী বর্তমানে গর্ভবতী।
এদিকে হত্যাকাণ্ডের পরই একটি এসইউভিতে করে ওই হামলাকারী পালিয়ে যায়। এ বিষয়ে কারো কাছে তথ্য থাকলে (213) 382-9470 নাম্বারে কল করতে অনুরোধ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন