দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
বর্ণবাদী অডিও ফাঁস: নুরি মার্টিনেজের পদত্যাগ
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন নুরি মার্টিনেজ। কাউন্সিলম্যান কেভিন ডি লিওন এবং তাঁর মধ্যকার একটি অডিও ফাঁস হওয়ার ২৪ ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন মার্টিনেজ।
কেভিন ডি লিওন এবং নুরি মার্টিনেজের ফাঁস হওয়া অডিওতে তাদের বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায়। এর জেরেই সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নুরি মার্টিনেজ।
সোমবার (১০ অক্টোবর) সকালে প্রকাশিত বিবৃতিতে নুরি মার্টিনেজ তাঁর কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান যে তিনি যে মন্তব্য করেছেন সেটির জন্য কোনো সাফাই চলে না।
অক্টোবর ২০২১ সালের একটি অডিও সম্প্রতি রেডিটে ফাঁস করে দেন এক ব্যবহারকারী। সেখানে মার্টিনেজ কৃষ্ণাঙ্গদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন