নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
কুকুরের আক্রমণে বৃদ্ধার মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
সান বার্নার্ডিনো কাউন্টির ব্যাল্ডি মেসা কাউন্টিতে দুই কুকুরের আক্রমণে ৮০ বছর বয়েসী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৭ অক্টোবর) মরুভূমি অঞ্চলে হাঁটতে গেলে কুকুর দুইটি তাকে আক্রমণ করে।
শনিবার (৮ অক্টোবর) সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, শুক্রবার ১১টার পর ভিন্টন স্ট্রিট অ্যান্ড মেসা রোডের ইন্টারসেকশনে হামলা হয়।
ঘটনাস্থলে যেয়ে ডেপুটিরা রাস্তার পাশে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর নাম সুন হান।
শেরিফ ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলের কাছে একটি বাড়ি থেকে কুকুর ২টিকে উদ্ধার করে জিম্মায় নিয়েছে কাউন্টি অ্যানিমেল কেয়ার অ্যান্ড কন্ট্রোল।
ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন