ডিজনিল্যান্ড পার্কের টিকিটের মূল্য বাড়ছে
এলএবাংলাটাইমস
মঙ্গলবার (১১ অক্টোবর) ডিজনিল্যান্ড এবং ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কের টিকিটের গড়ে ৮ শতাংশ করে বাড়ছে বলে জানিয়েছে ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ।
এছাড়া টিয়ার জিরো নামের একটি নতুন টিকিট চালু করেছে ডিজনিল্যান্ড। এই টিকিট শুধুমাত্র সবচেয়ে কম জনসমাগমের দিনগুলোতে পাওয়া যাবে এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৪ ডলার।
বর্তমানে দিনের উপর ভিত্তি করে টিকিটের দাম রয়েছে ১০৪ ডলার থেকে ১৭৯ ডলার। সবচেয়ে খরুচে ওয়ান ডে পার্ক হোপারের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৪৪ ডলার।
ডিজনিল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, পার্ক নতুন করে ও আরও রোমাঞ্চনভাবে সাজানো হচ্ছে। টিয়ার টিকিট সিস্টেমের কারণে বছরজুড়েই বাসিন্দারা এর রোমাঞ্চ উপভোগ করতে পারবে।
ডিজনিল্যান্ড আরও জানিয়েছে যে তারা অক্টোবর ১১ তারিখ থেকে জিনি প্লাস শো এর টিকিট মূল্য বাড়াচ্ছে। অগ্রীম টিকিটের মূল্য ২০ ডলার থেকে ২৫ ডলার করা হয়েছে। এর পার্কে এসে কিনলে এর মূল্য সেদিনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
এছাড়া আগামী বছরের জানুয়ারির ২৭ তারিখ থেকে মিকি অ্যান্ড মিনি রেলওয়ে চালু করা হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন