ইয়ুথ পাইলট প্রোগ্রাম চালু, প্রতি মাসে পাওয়া যাবে ১ হাজার ডলার
ছবি: এলএবাংলাটাইমস
১৮ থেকে ২৪ বছর বয়েসীদের জন্য তিন বছর মেয়াদী একটি গ্যারান্টেড পাইলট প্রোগ্রাম চালু করেছে দ্য লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক সোশ্যাল সার্ভিস।
এলএ কাউন্টি সুপারভাইজর হিল্ডা সোলিস সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
হিল্ডা সোলিস জানান, ৩০০ জনকে বাছাই করে ৩ বছর ধরে মাসে ১ হাজার ডলার করে দেওয়া হবে৷ যারা এই অর্থ পাবে তাদের অবশ্যই জেনারেল রিলিফ প্রোগ্রাম বা গ্রো প্রোগ্রামের আওতায় থাকতে হবে।
গ্রো প্রোগ্রাম সুবিধাবঞ্চিতদের কর্মস্থল খুঁজতে সাহায্য করে থাকে। এদের মধ্যে বেশিরভাগ পড়ালেখা করতে পারেনি বা কোনো কাজ করার সুযোগ পায়নি। এদের মধ্যে অনেকেই গৃহহীন এবং জীবনযুদ্ধ করতে হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে গ্যারান্টেড ইনকাম প্রোগ্রাম অর্থ বৈষম্য দূর করবে, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে এবং পূর্ণমেয়াদী চাকরি করার সুযোগ পাবে।
হিল্ডা সোলিস জানান, যেসব শিশু- কিশোররা সুন্দর শৈশব পায়নি এবং কষ্টকর জীবনযাপন করছে, তাদের এই অর্থ প্রদান করা হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন