নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসে রেকর্ড কমেছে জ্বালানির মূল্য
ছবি: এলএবাংলাটাইমস
২০২০ সালের ফেব্রুয়ারি মাসের পর লস এঞ্জেলেসে সেলফ সার্ভিস গ্যাসোলিনের মূল্য সর্বনিম্ন অবস্থানে এসেছে। বুধবার (১২ অক্টোবর) জ্বালানির মূল্য ৪ দশমিক ৭ সেন্ট কমে হয়েছে ৬ ডলার ৩১১ সেন্ট।
সর্বোচ্চ মূল্য বৃদ্ধির পর টানা সাতদিনে মূল্য কমে এই অবস্থানে এসেছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস সূত্র জানায়, গত ৭ দিনে মূল্য গড়ে কমেছে ১৮ দশমিক ৩ সেন্ট। এর মধ্যে মঙ্গলবার কমেছে ৪ দশমিক ৩ সেন্ট।
১ সপ্তাহ আগের থেকে এই মূল্য ১৮ দশমিক ৩ সেন্ট কম তবে ১ মাস আগের থেকে ৯১ দশমিক ৯ সেন্ট কম। ১ বছর আগের থেকে বর্তমান মূল্য ১ ডলার ৮৬৮ সেন্ট বেশি।
অরেঞ্জ কাউন্টিতে জ্বালানির মূল্য ৫ দশমিক ৩ সেন্ট কমে হয়েছে ৬ ডলার ২১৩ সেন্ট। সর্বোচ্চ মূল্য থেকে টানা ৭ দিনে মূল্য কমেছে ২৪ ডলার ৬ সেন্ট। মঙ্গলবার মূল্য কমেছে ৫ দশমিক ৪ সেন্ট।
অরেঞ্জ কাউন্টির মূল্য ১ সপ্তাহ আগের থেকে কমেছে ২৪ দশমিক ৬ সেন্ট, তবে ১ মাস আগের থেকে বেশি রয়েছে ৮৫ দশমিক ৩ সেন্ট। ১ বছর আগের থেকে এই মূল্য বেশি আছে ১ ডলার ৮০৪ সেন্ট।
এএএ ন্যাশনাল পাবলিক রিলেশন ম্যানেজার অ্যান্ড্রু গ্রস জানান, বেশিরভাগ পরিশোধন প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করায় জ্বালানির মূল্য কমতে শুরু করেছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন