লস এঞ্জেলেস সফরে এসেছেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
মধ্যবর্তী নির্বাচনের ফাণ্ডরাইজিং কার্যক্রমে অংশ নিতে ২ দিনের লস এঞ্জেলেস সফরে এসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অরেঞ্জ কাউন্টিতে সফর শেষে সাউদার্ন ক্যালিফোর্নিয়া সফরের ইতি টানবেন বাইডেন।
বুধবার (১২ অক্টোবর) এয়ার ফোর্সের বিমানে করে লস এঞ্জেলেস বিমানবন্দরে আসেন বাইডেন। পরে ম্যারিন ওয়ানের সান্তা মনিকা এয়ারপোর্টে চলে যান।
বৃহস্পিবার জো বাইডেন ওয়েস্ট লস এঞ্জেলেসের ভিএ হাসপাতাল পরিদর্শনে যাবেন। সেখানে অবকাঠামো ও চাকরি বিষয়ে আলোচনা করবেন।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ওয়েস্ট লস এঞ্জেলেসে মোটরক্যাড বন্ধ থাকতে পারে। হাসপাতাল পরিদর্শন শেষে জো বাইডেন রাতে কংগ্রেশনাল ডেমোক্রেটদের সাথে ফাণ্ডরাইজিং ইভেন্টে অংশগ্রহণ করবেন।
পরবর্তীতে অরেঞ্জ কাউন্টিতে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা শেষের মাধ্যমে সাউদার্ন ক্যালিফোর্নিয়া সফরের ইতি টানবেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন