অবশেষে আটক স্টকটন সিটির সিরিয়াল কিলার!
ছবি: এলএবাংলাটাইমস
অবশেষে গ্রেফতার হয়েছে স্টকটন সিটির কুখ্যাত সিরিয়াল কিলার। ছয়টি খুনের অভিযোগে তাকে খুঁজছিল পুলিশ। শনিবার (১৫ অক্টোবর) দ্য স্টকটন পুলিশ ডিপার্টমেন্ট এবং সিটি কর্তৃপক্ষ এই সিরিয়াল কিলারকে আটকের তথ্য নিশ্চিত করেছে।
স্টকটন পুলিশ প্রধান স্টেনলি ম্যাকফেডেন স্থানীয় ও রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে সিরিয়াল কিলারকে আটকের ব্যাপারে ধন্যবাদ জানান।
ম্যাকফেডেন জানান, বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে ও পুলিশি কৌশলে তাকে আটক করতে সমর্থ হওয়া গেছে বলে জানান তিনি।
পুলিশ প্রধান জানান, ওয়েজলি ব্রাউনলি (৪৩) নামের এই সিরিয়াল কিলার গাড়ি চালিয়ে কাউকে হত্যার জন্য খুঁজছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস একটি দল তাকে অনুসরণ করে এবং একপর্যায়ে তাকে আটক করতে সমর্থ হয়।
ম্যাকফেডেন জানান, আটক সিরিয়াল কিলার রাত ২টার দিকে ভিলেজ গ্রিন ড্রাইভ থেকে ওইনস্লো এর দিকে যাচ্ছিল।
পুলিশ প্রধান জানান যে আটক ব্রাউনলি নিশ্চিতভাবে আরেকটু খুন করার জন্য শিকার খুঁজছিল।
এর আগে ছয়টি হত্যাকাণ্ডের দায়ে ব্রাউনলিকে খোঁজ করছিল পুলিশ। এর মধ্যে ৫টি খুন হয়েছে স্টকটনে এবং আরেকটি খুন হয়েছে অকল্যান্ডে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন