ল্যানকেস্টারে আবাসিক ভবনে গোলাগুলি, আহত ৪
ছবি: এলএবাংলাটাইমস
ল্যানকেস্টারে একটি আবাসিক ভবনে গোলাগুলির ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৬ অক্টোবর) এই ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, রবিবার ৫টা ৩০ মিনিটের দিকে ৪৪০০০ ব্লকের কেসা বনিতা অ্যাপার্টমেন্টে এই গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলিতে চারজন আহত হয়েছেন। এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের কারোরই মৃত্যুর শঙ্কা নেই।
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। শেরিফ অফিস সূত্র জানায়, পারিবারিক কোন্দলের কারণে এই ধরণের হামলার ঘটনা হতে পারে। তবে এ ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন